রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | মনমোহনের সমাধি বিতর্কের মধ্যেই প্রণব মুখার্জির স্মৃতিসৌধ তৈরির ঘোষণা কেন্দ্রের, মোদিকে কৃতজ্ঞতা জানালেন শর্মিষ্ঠা

RD | ০৭ জানুয়ারী ২০২৫ ২০ : ৩০Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের শুরুতেই বড় সিদ্ধান্ত নিল মোদী সরকার। সদ্য প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সমাধি বিতর্কের মধ্যেই মঙ্গলবার কেন্দ্র জানিয়েছে যে, রাজঘাটে তৈরি হবে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্মৃতিসৌধ। কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক ইতিমধ্যেই রাষ্ট্রীয় স্মৃতি পরিসরে জমি চিহ্নিত করেছে। প্রয়াত প্রণব মুখার্জীর পরিবারকে ইতিমধ্যেই বিষয়টি জানানো হয়েছে। এর পরই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন প্রণব-কন্যা শর্মিষ্ঠা। 

কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের চিঠি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন শর্মিষ্ঠা মুখার্জি। গত ১ জানুয়ারি মুখার্জি পরিবারকে দেওয়া ওই কেন্দ্রীয় চিঠিতে জানানো হয়েছে যে, প্রাক্তন রাষ্ট্রপতির স্মৃতিসৌধ তৈরির জন্য রাজঘাট এলাকার মধ্যেই রাষ্ট্রীয় স্মৃতি কমপ্লেক্সের একটি জমি চিহ্নিত করা হয়েছে। 

এক্স হ্যান্ডেলে শর্মিষ্ঠা মুকার্জি লিখেছেন, "বাবার স্মৃতিসৌধ বানানোর সিদ্ধান্তের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে আমার হৃদয়ের অন্তস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এটার জন্য আর্জি না জানাতেই তিনি তা তৈরির জন্য বিবেচনা করেছেন, ফলে বিষয়টি আমাদের কাচে খুবই আনন্দের। প্রধানমন্ত্রীর এই অপ্রত্যাশিত কিন্তু সত্যিকারের দারুন পদক্ষেপের জন্য অত্যন্ত মুগ্ধ।"

অন্য এক পোস্টে তিনি লিখেছেন, "বাবা বলতেন রাষ্ট্রীয় সম্মান চাওয়া উচিত নয়, দেওয়া উচিত। আমি খুবই কৃতজ্ঞ যে, প্রধানমন্ত্রী মোদি বাবার স্মৃতির প্রতি সম্মান জানাতে এটা করেছেন। বাবাকে এখন যেকানে রয়েছেন, এই সিদ্ধান্ত তাঁকে আর প্রভাবিত করবে না- তিনি এখন প্রশংসা বা সমালোচনার ঊর্ধ্বে। কিন্তু তাঁর কন্যার জন্য, এই মুহূর্তে অনুভূতিকে শব্দে প্রকাশ করা সত্যিই সম্ভব নয়।"

 

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সমাধি নিয়ে বিতর্কের মধ্যেই প্রণব মুখার্জিকে নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছিলেন শর্মিষ্ঠা। কংগ্রেসকে চড়া সুরে আক্রমণ করেছিলেন তিনি। দাবি করেছিলেন, প্রণব মুখার্জির প্রয়াণের পর স্মৃতিসৌধ দূরের কথা, কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকে ন্যূনতম শোকপ্রস্তাবও আনা হয়নি। 

সেই সময়ই প্রণব-কন্যার মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসাও শোনা যায়। ঠিক তার পরই প্রণববাবুর স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত ঘোষণা করল কেন্দ্র।


নানান খবর

নানান খবর

খুনে অভিযুক্ত চার বছর ধরে ফেরার, ৬০০ কিলোমিটার ধাওয়া করে ধরল পুলিশ!

বৃদ্ধকে টেনে-হিঁচড়ে মেঝেতে ফেলে মারধর চিকিৎসকরে! শিউরে ওঠা ভিডিও মধ্যপ্রদেশের হাসপাতলের

হন্যে হয়ে খুঁজছেন স্বামী, এদিকে আত্মীয়রা দেখছেন নিখোঁজ স্ত্রী তাজমহলে প্রেমিকের হাত ধরে ঘুরছেন!

চরম নিষ্ঠুরতা, ষাঁড়কে ট্রাক্টরের সঙ্গে বেঁধে টানা-হেঁচড়া, ছটফটিয়ে মৃত্যু অবলার

ভয়ঙ্কর! অ্যাসিডে ঝলসে ক্ষতবিক্ষত স্ত্রী, সন্তানরা, স্বামীর কীর্তি ফাঁস হতেই হতবাক পুলিশ

ঋষিকেশ মর্মান্তিক দুর্ঘটনা ! ভিডিও দেখলে চমকে উঠবেন আপনিও

বিয়ের দু'দিন আগে ভেন্টিলেশনে পাত্র, পাত্রীর কীর্তি শুনে চোখ কপালে পুলিশের

ডিনার খেয়েই মৃত্যুর কোলে ঢোলে পড়ল ৩ সন্তান, 'পথের কাঁটা'দের সরাতে শিক্ষিকার কীর্তিতে শিউরে উঠল পুলিশ

জেলা, ব্লক স্তরে জনসভা, বাড়ি বাড়ি অভিযানে নামছে দল, রাজ্যে রাজ্যে ‘‌সংবিধান বাঁচাও’‌ র‌্যালি করবে কংগ্রেস

ফুরফুরে মেজাজে বিয়ের আসরে হবু স্ত্রীর ঘোমটা তুলতেই হতবাক যুবক! কী এমন দেখলেন?

এটিই ভারতের সবচেয়ে সস্তা বাতানুকূল ট্রেন, গতিতে রাজধানী এক্সপ্রেসের প্রতিদ্বন্দ্বী! জানেন কোন ট্রেন?

গোটা গ্রামের খালি পা! দেখেই তাজ্জব উপমুখ্যমন্ত্রী, এরপরই সকল গ্রামবাসীকে জুতো উপহার পবন কল্যাণের

বাচ্চা দেখেই ঘেউ ঘেউ করার শাস্তি, পোষ্য কুকুরকে গাড়িতে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হল ১২ কিমি!

ছত্তিশগড়ে একসঙ্গে ২২ মাওবাদীর আত্মসমর্পণ, এদের মাথার দাম ছিল ৪০.৫ লক্ষ টাকা

কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক রদবদল: রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হলেন অরবিন্দ শ্রীবাস্তব

সোশ্যাল মিডিয়া